দুর্গাপূজায় জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। নাশকতা বা যে কোনো অপ্রতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানান আইজিপি ময়নুল ইসলাম।।
জালালাবাদ ডেস্ক:
আজ সোমবার দুপুরে ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি।
তিনি আরও জানান, দেশের সাড়ে ৩১ হাজার পূজামণ্ডপে তিনস্তরের নিরাপত্তা নেয়া হয়েছে। অনেক আশা ও আশঙ্কার মধ্যে আগামী বুধবার ষষ্ঠীপূজা দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। পরিবর্তিত পরিস্থিতিতে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ এ উৎসব দেখতে যাচ্ছে দেশবাসী।
এবারের আয়োজন ও উদযাপনকে ঘিরে নিরাপত্তা ইস্যুতে উঠেছে নানা প্রশ্ন। এদিন দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে যান পুলিশ প্রধান মো. ময়নুল ইসলাম। পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।
ময়নুল ইসলাম জানান, পুজা উদযাপন নিয়ে কোনো ঝুঁকি দেখছে না পুলিশ। সম্প্রতি অনেক জঙ্গি জামিনে বের হলেও পূজা ঘিরে আশঙ্কার কিছু নেই। ধর্মীর উৎসবসহ বিভিন্ন আয়োজনে পুলিশ যাতে স্বতঃস্ফুর্তভাবে কাজ করতে পারে সে লক্ষ্যে মনোবল বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান আইজিপি।
সোশ্যাল মিডিয়াতে গুজব ঠেকাতে আলাদা মনিটরিং সেল গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
রিপোর্ট : জালালাবাদ বার্তা/ এস.ডি।