সিংড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলিফ বিন রেজা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) বিকেলে পৌর কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সিংড়া পৌর যুবদলের আহ্বায়ক এডভোকেট নাজমুল হক এর সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হক এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু, পৌর শ্রমিকদলের আহ্বায়ক ফরহাদ আলী, সদস্য সচিব ইউসুফ সরদার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, আব্দুল মালেক, গোলাম মোস্তফা, পৌর মৎস্যজীবি দলের সভাপতি রায়হান মাহমুদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব হোসেন, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

শেয়ার করুন