»প্রচ্ছদ»নীলফামারী জেলায় ২য় শ্রেষ্ঠ পূজামণ্ডপ নির্বাচিত হয়েছে চাকধাপাড়া
নীলফামারী জেলায় ২য় শ্রেষ্ঠ পূজামণ্ডপ নির্বাচিত হয়েছে চাকধাপাড়া
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপনে নীলফামারী জেলায় ২য় শ্রেষ্ঠ পূজামণ্ডপ নির্বাচিত হয়েছে ডোমারের শ্রী শ্রী চাকধাপাড়া সার্বজনীন দুর্গা পূজামণ্ডপ।
রবিবার (২৭শে অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত শ্রেষ্ঠ পূজামণ্ডপসমূহকে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) মোঃ মোস্তফা মঞ্জুর পিপিএম, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ, ডোমার কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সভাপতি উজ্জল কানজিলাল, সাধারণ সম্পাদক প্রদীপ শর্মা, চাকধাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি সত্যেন্দ্রনাথ রায় প্রমুখ সহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ডোমার পৌর শহরের ৪নং ওয়ার্ডের ছোটরাউতায় অবস্থিত শ্রী শ্রী চাকধাপাড়া সার্বজনীন দুর্গা পূজামণ্ডপটি দীর্ঘদিন যাবৎ ঐতিহ্যের ধারাবাহিকতায় পালন করে আসছে শারদীয় দুর্গোৎসব। জাকজমক আয়োজন সহ সনাতনী রীতিনীতি পালনে পূজো এলেই মণ্ডপটি নজর কাড়ে সবার।