মুন্সীগঞ্জে নারীসহ চার দালাল সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ:

অবেশেষে শিক্ষার্থীদের অভিযানে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে এক নারীসহ চার দালাল সদস্যকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। আজ বুধবার দুপুর ১টার দিকে চারজনকে আটকের পরে পুলিশ তাদেরকে সদর থানায় নিয়ে আসে। হাসপাতালে এ ধরণের আটক এই প্রথম।

আটককৃতরা হচ্ছে স্বপন (৪৮), আজমল (৩২), মজিবুর রহমান (৩৫) ও ইয়াসমিনা (৩৫)। বছরের পর বছর ধরে হাসপাতালে ডাক্তারদের সহযোগিতায় এ দালাল চক্রটি সক্রিয় ছিল বলে অভিযোগ উঠেছে। এরা স্থানীয় ক্লিনিক ও ডায়গোনেস্টিকদের নিয়োগ কৃত দালাল হিসেবে হাসপাতালে রোগীদেরকে ধরে নিয়ে আসার কাজ করছেন। এদিন যারা আটক হয়েছে এর বাইরেও আরো দালাল রয়ে গেছে।

জানা যায়, এদিন শিক্ষার্থীরা একজন দালালকে ধরে ফেললে অন্য দালালরা তাদের ঘিরে ফেলে। তাদেরকে দালালরা মারধরের চেষ্ঠা চালায়। এর মধ্যে শিক্ষার্থীরা তাদের গ্রুপে এ বিষয়টি জানিয়ে দিলে তখন অন্যান্য শিক্ষার্থীরা ছুটে আসলে এ দালালদেরকে আটক করা তখন সম্বব হয়।

শিক্ষার্থী অহনা আক্তার মাহিয়া বলেন, সকালে হাসপাতালে আমরা কয়েকজন শিক্ষার্থী যাই। এসময় কয়েকজনকে দেখি যারা রোগীদের বিভিন্ন বিষয় বুঝিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাচ্ছে। এসময় একজনকে ধরলে চক্রের বাকি সদস্যরা আমাদের ওপর হামলার চেষ্টা করে। আমার হাত কামড়ে আঘাত করে এক নারী। শিক্ষার্থী তাজ বলেন, দীর্ঘদিন ধরে চক্রটি হাসপাতালে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। যেসব গরিব রোগীরা হাসপাতালে আসতেন তাদের সঙ্গে প্রতারণা করতো তারা। বেসরকারি ক্লিনিকে নিয়ে চিকিৎসা করে প্রচুর টাকা হাতিয়ে নিত।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের পরিচালক ডা: আবু হেনা মোহাম্মদ জামাল বলেন, হাসপাতালে পরিচ্ছন্নতা থেকে দালাল প্রতিরোধে ছাত্ররা আমাদের সহযোগিতা করে আসছে।

শেয়ার করুন