সুনামগঞ্জ জেলা জজ আদালতে ছাতকের চার আইনজীবির নিয়োগ

সুদীপ দাশ, স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ জেলা জজ আদালত ও নারী শিশু আদালতের পিপি, এডিশনাল পিপি, ও এপিপি পদে ছাতক উপজেলার চার আইনজীবি সরকারি কৌসুলি হিসাবে নিয়োগ পেয়েছেন।

তারা হলেন ছৈলা আফজলাবাদ ইউনিয়নের বানারসি গ্রামের হাজী মোঃ আব্দুল জব্বারের ছেলে- সাবেক ছাত্রনেতা এডভোকেট আব্দুল জলিল (পিপি), গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়নের বদিরগাও গ্রামের মৃত আকল মিয়ার ছেলে এডভোকেট মোহাম্মদ মাসুম মিয়া (এডিশনাল পিপি), চরমহল্লা ইউনিয়নের চরদূলভ গ্রামের মৃত কাচা মিয়ার ছেলে এডভোকেট মোঃ আব্দুল আহাদ (এপিপি), কালারুকা ইউনিয়নের মুক্তির গাও গ্রামের উস্তার আলী ছেলে এডভোকেট মোঃ আলম উদ্দিন।

তারা সুনামগঞ্জ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর ও সহকারি পাবলিক প্রসিকিউটরসহ (এপিপি) হিসেবে নিয়োগপ্রাপ্ত সরকারি কৌসুলি নিবাচিত হয়েছেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে সুনামগঞ্জ জেলার বিভিন্ন আদালতে ৬৩ জন আইনজীবি সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন। জেলা ও দায়রা জজ আদালত ও এর অধীন আদালত, শিশু আদালত এবং বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনালে আইন কর্মকর্তা হিসেবে তাদের নিয়োগ করা হয়।

২৭ অক্টোবর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এ সম্পর্কিত নিয়োগ আদেশ জারি করা হয়।

শেয়ার করুন