সাবেক এমপি মিলন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মনোনীত হওয়ায় গোবিন্দগঞ্জে আনন্দ মিছিল অনুষ্ঠিত

সুদীপ দাশ, স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনের সাবেক সাংসদ, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলনকে নবগঠিত  সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মনোনীত করায় ছাতকের গোবিন্দগঞ্জে আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ  সংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে আনন্দ  মিছিল শেষে গোল চত্ত্বর এলাকায় পথ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতাউর রাহমান এমরানের পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ফজলুল করিম বকুল, নবনিযুক্ত জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম।

এসময়  উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক রুহুল আমিন, বিএনপি নেতা আব্দুল হক, আজাদ হুসেন মিটু, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক জহির হুসেন, বিএনপি নেতা শামিম আলম নোমান, দিল হুসেন, দিদার আলম, ইমাদ উদ্দিন, উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম কৃষকদলের যুগ্ম আহবায়ক ইব্রাহিম আলী রাসেল, ফজর আলী, বিএনপি নেতা নজির আহমদ, শাহিনুর রহমান বাবুল, উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি জাহাঙ্গীর আলম, জামিল আহমদ, আব্দুল মমিন, আব্দুল খালিক, শাহিন, সিলেট জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক সোহেল আহমদ, উপজেলা যুবদলের মুহিবুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হেলাল আহমদ, রাকিক আহমদ, মখবুল হোসেন, ফয়ছল আহমদ, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক মাহবুব আহমদ, জেলা যুগ্ম আহবায়ক ইমদাদুর রহমান ইমন, রিপন, জাহাঙ্গীর, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ ফয়ছল, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের ছাব্বির আহমদ, ছায়েদ আহমদ সহ আরো অনেকে।

শেয়ার করুন