চরফ্যাসনে গাছের নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাসনে নিজ বাড়ির বাগানে গাছ কাটতে গিয়ে কাটা গাছের নিচে চাপা পড়ে ইয়াকুব সরদার (৩৮) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এঘটনা ঘটে। নিহত ইয়াকুব ওই গ্রামের মো. জালাল আহম্মেদ সরদারের ছেলে।

নিহতের ভাতিজা নাজিম উদ্দিন জানান, তার চাচা ইয়াকুব সকালে নিজ বসত বাড়ির বাগানের একটি রেইনট্রি গাছ কাটতে যান। ওই সময় গাছটি কাটার শেষ পর্যায় ওই গাছটি উল্টে পরে তাকে চাপা দেয়।এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থাল পাঠানো হয়েছে। সুরাতহাল শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন