অভয়নগরে যৌথ অভিযানে অস্ত্র -গুলি ও মাদক উদ্ধার : আটক ২

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড তাজা গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে। এসময় সাংবাদিক পরিচয়ের আড়ালে দীর্ঘদিন মাদক ব্যবসা চালিয়ে আসা এনামুল হাসান ইমন (৩২) ও মোঃ নুরুজ্জামান রিপন (৪০) নামের দুই যুবককে আটক করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার একতারপুর ও তালতলা গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক এনামুল হাসান ইমন (২৮) উপজেলার তালতলা গ্রামের মোঃ আব্দুস সবুর সরদারের ছেলে। তিনি দীর্ঘদিন উপজেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি মাদক বিক্রি করে আসছেন বলে একাধিক সুত্রে জানা যায়। মোঃ নুরুজ্জামান রিপন (৪০) উপজেলার একতারপুর গ্রামের মোঃ মনিরুজ্জামান ফকিরের ছেলে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমাদুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার তালতলা গ্রামে অভিযান চালিয়ে ৩৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ বোতল ফেনসিডিল ও ৩ বোতল এমএস আঙ্গুর (যৌন উত্তেজক) ওষুধসহ এনামুল হাসান ইমন নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। একই রাত ১ টার দিকে একতারপুর গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা বুলেট-সহ নুরুজ্জামান রিপন নামে এক যুবককে আটক করা হয়।

শেয়ার করুন