ডোমারে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ

‘ছাত্র-শিক্ষক-কৃষক ভাই, ইঁদুর নিধনে সহযোগিতা চাই’ স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৪’ এর উদ্বোধন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ই নভেম্বর) সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠিত জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ।

ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিয়া সুলতানার সঞ্চালনায় এসময় উপজেলা প্রকৌশলী মোঃ ফিরোজ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মাবুদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল রানা প্রমুখ সহ অন্যান্য কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন এলাকার কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন