চরফ্যাসনে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি।

ভোলার চরফ্যাসনে বাড়িতে নতুন জামাই আসার খবরে বিয়ে বাড়িতে হানা দিয়ে নতুন জামাইকে জিম্মি করে ২০ হাজার টাকা চাঁদাদাবী করে ১৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে বাকী ৫ হাজার টাকার জন্য শ্বাশুরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. ফরাদ ও আজমীর ফরাজী নামের নামের বখাটে দুই যুবকের বিরুদ্ধে।

এঘটনায় শুক্রবার রাতে ওই গৃহবধু বাদী হয়ে অভিযুক্ত বখাটে দুই যুবকে আসামী করে শশীভূষণ থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের খবর শুনে অভিযুক্তরা ঢাকায় পালিয়ে যাওয়ার সময় কর্নফূলী লঞ্চে অভিযান চালিয়ে দৌলতখান লঞ্চ ঘাট থেকে তাদের গ্রেপ্তার করে গতকাল শনিবার সকালে আদালতে সোপর্দ করেছেন বলে শশীভূষণ থানার উপ-পরিদর্শক শ্যামল চন্দ্র সমদ্দার নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন,ওই থানার রসুলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. হাসেম সর্দারের ছেলে মো. ফরাদ(২২) ও একই গ্রামের জহির ফরাজীর ছেলে আমজীর ফরাজী(২৩)।

মামলা ও ভিক্টিম সুত্রে জানা যায়, তার মেয়ে ঢাকায় একটি গার্মেন্টেসে কাজ করেন। কর্মস্থলে এক যুবকের সাথে প্রেম প্রণয়ের মাধ্যমে তাদের বিয়ে হয়। বিয়ে পর গত ৪ নভেম্বর সোমবার যুবতী মেয়ে ঢাকা থেকে নতুন জামাতাকে নিয়ে তার বাড়িতে আসেন। ওই বাড়িতে তার মেয়ে একটি ছেলেকে নিয়ে আসছে এমন খবরে ওই গ্রামের বখাটে যুবক ফরাদ ও আজমীর ওই বাড়িতে হানা দিয়ে নতুন জামাতাকে জিম্মি করে ২০ হাজার টাকা চাঁদা দাবী করে। পরিবারটি অসহায় হয়ে ওই চাঁদাবাজ চক্রেরহোতা দুই যুবকের হাতে ১৫ হাজার টাকা তুলে দেন। এতেই ক্ষ্যন্ত হননি তারা। বাকি ৫ হাজার টাকার জন্য ভিক্টিম নারীকে সোমবার রাতে অভিযুক্ত যুবক ফরাদের খালি বাড়িতে ঢেকে নেয়। এবং গোপন কথা শোনার অজুহাতে ওই নারীকে ফরাদের ঘরের বাহিরে নিয়ে ফারাদ ও আজমীর মুখ চেপে তুলে নিয়ে পরিত্যক্ত বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এবং চাঁদার বাকী ৫ হাজার টাকা মাপ করে দিয়েছেন বলে জানিয়ে তাকে ফেলে চলে যায়। তিনি বাড়ি ফিরে এসে তার স্বামীকে বিষয়টি জানিয়ে শুক্রবার রাতে ওই দুই যুবকে আসামী করে শশীভূষণ থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শশীভূষণ থানার উপ-পরিদর্শক শ্যামল চন্দ্র সমদ্দার জানান, ভিক্টিম ওই নারী শুক্রবার রাতে মামলা দায়েরের পর আসামীরা ঢাকায় পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে বেতুয়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী কর্নফুলী- ১৩ লঞ্চ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান, অভিযুক্ত দুই আসামীর বিরুদ্ধে মামলা দায়েরে পর গ্রেপ্তার করে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন