সাভারে সাবেক কমিশনার মোকসেদ আলী মোল্লা মজনুর ২৮তম শাহাদাৎ বার্ষিকী পালন

মোঃ শান্ত খান, ঢাকা জেলা প্রতিনিধি:

শহীদ সাবেক কমিশনার মোকসেদ আলী মোল্লা মজনু এর ২৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাভার পৌর মেয়র পদপ্রার্থী খোরশেদ আলমের পক্ষে এ দোয়া মাহফিল আয়োজন করে। এবং পৌর ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে পৃথক ভাবে দোয়া মাহফিল আয়োজন করা হয়।

মিলাদ মাহফিল পরবর্তী শহীদ সাবেক কমিশনার মোকসেদ আলী মোল্লা মজনু এর কবর জিয়ারত করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্যতা কামনা করা হয়।

এসময় মেয়র প্রার্থী খোরশেদ আলম বলেন,তিনি ১৯৯৬ সালের এই দিনে আওয়ামীলীগ সন্ত্রাসীদের হাতে নির্মম ভাবে শহীদ হন।

কিন্তু গত ১৭ বছর ধরে সাবেক তত্ত্বাবধায়ক সরকার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কোনো স্মরণসভা ও দোয়া মাহফিল করতে দেওয়া হয়নি। আয়োজন তো দূরের কথা বাড়িতেই থাকতে দেওয়া হয়নি। নানাভাবে মামলা-হামলা, নির্যাতন চালানো হয়েছে তাদের ওপর দাবি করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ও ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মোসারফ হোসেন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ও বিএনপি নেতা মোঃ হযরত আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ও বিএনপি নেতা রাশেদুল জামান বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ও বিএনপি নেতা মোঃইয়ার রহমান উজ্জল, বিএনপি নেতা ও ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ইউনুস খান, সাভার পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তাজ খান নাঈম, সাভার পৌর ছাত্রদলের নেতা আবিদ হোসেন নাফি, সাভার পৌর যুবদল নেতা মোঃ জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, হাজী আব্দুল গফুর বাবুল সহ-সভাপতি সাভার পৌর বিএনপি ও বিশিষ্ট ব্যবসায়ী,সাভার পৌর যুবদল নেতা মোঃ সোহেল রানা, সাভার পৌর যুবদল নেতা মোঃ হেলাল প্রমুখ।

শেয়ার করুন