উওম কুমার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএমডিএ’র আওতাধীন অগভীর নলকূপ অপারেটরদের বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ঘন্টা ব্যাপি মানববন্ধন করে ভুক্তভোগী উপজেলার বিএমডিএ’র অগভীর নলকূপের অপারেটররা।
মানববন্ধনে বক্তব্য দেন অগভীর নলকূপ অপারেটরদের মধ্যে, মোঃ জাকির খান, মোঃ নয়ন সরকার, মোঃ সামাউল ইসলাম বাবু, মোঃ মোসাদ্দেক হোসেন ও সাদেকুল ইসলাম প্রমূখ। বক্তৃতারা বলেন, বিএমডিএ’এর পক্ষ থেকে একটা পরিপত্র জারি হয়। যাহাতে উল্লেখ আছে অপরেটরদের সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হতে হবে কিন্তু অগভীর নলকূপ গুলো কৃষক পর্যায়ে পরিচালিত হয়ে আসছে।
যাদের অধিকাংশ শিক্ষাগত যোগ্যতা এসএসসি এর নিচে, মাননীয় চেয়ারম্যান মহোদয় পূর্বে যখন চেয়ারম্যান ছিলেন তখন এসব অপারেটর নিয়োগ দিয়েছিলেন। সে থেকে অপারেটরগণ সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। যৌক্তিক কারণে তাদের নিজ নিজ দায়িত্বে bohal রাখা প্রয়োজন।
সুতরাং বর্তমান পরিপত্র বাতিল করে পূর্বের নীতিমালা অনুযায়ী অপারেটরদের স্ব-পদে বহাল রাখার অনুরোধ জানান।
তারা আরো বলেন, অযৌক্তিক ভাবে বর্তামন পরিপত্রে জারি করেছেন ২০ হাজার টাকা জামানত দিতে হবে। এবং ৯৮০ ঘন্টা নিয়মে অগভীর নলকূপ চালাতে হবে।
এই অযৌক্তিক নিয়ম পালন করলে আমাদের অনেক জমি অনাবাদি থেকে যাবে এবং যেগুলো ফসল আবাদ হবে তা উৎপাদন ব্যহত হবে।
এসব অযৌক্তিক নিয়মের তীব্র প্রতিবাদ জানান বক্তব্যরা। এবং এসব অযৌক্তিক নিয়ম বাতিল না করলে বৃহত্তর কর্মসূচির হুশিয়ারি দেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা বিএমডিএ’র প্রকৌশলী ও উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর স্বারকলিপি প্রদান করেন।