»রাজনীতি»মুন্সীগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রা অনুষ্ঠিত
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
এম এ রহমান, মুন্সীগঞ্জ:
ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে মুন্সীগঞ্জ জেলা বিএনপি।
আজ রবিবার (১০ নভেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুন্সীগঞ্জ জেলার উদ্যোগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের র্যালিটি বের হয়।
মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন এর নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এএসএম আতাউর রহমান মল্লিক, মুন্সীগঞ্জ জেলা মহিলাদের আহবায়ক সেলিনা আক্তার বিনা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান ফকির, জেলা যুবদলের আহবায়ক দেওয়ান মজিবুর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তফা হাবীবে আলম শাহরিয়ার, সদস্য সচিব মাসুদ রানা, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এ্যাড নূর হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বাবুল বেপারী, সদস্য সচিব সোহাগ হোসেন, মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ মোল্লা, মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমানসহ বিভিন্ন উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মী।
র্যালিটি বিএনপির জেলা কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা রেড ক্রিসেন্টের সামনে দিয়ে পুরাতন বাসস্ট্যান্ড মোড় এবং লঞ্চঘাট হয়ে জেলা বিএনপির কার্যালয় এসে শেষ হয়। র্যালিতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। এ সময় জেলা শহর জুড়ে একটি আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন এই বর্ণাঢ্য শোভাযাত্রায় আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন- দেশ নায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করছে জেলা বিএনপি, মুন্সীগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নে আমরা আছি এবং থাকবো ইনশাআল্লাহ।
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান ফকির বলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মা, মাটি, মানুষের দল তা আজকের শোভাযাত্রার বিশাল জন সমুদ্রই তা প্রমাণ করে। তিনি আরো বলেন সব সময়ই মুন্সীগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি কিন্তু বিগত আঠার বছর আমরা কথাও বলতে পারি নাই।