চরফ্যাসনে নিখোঁজ শিশু সন্তান আব্দুর রহমানকে ফিরে পেতে বাবা-মায়ের আর্তনাদ

ছবি: চার বছর বয়সী নিখোঁজ শিশু আব্দুল রহমান।

 

চরফ্যাসন(ভোলা)প্রতিনিধি:

‘আমার ছেলেটারে চাই, আর কিছু চাই না, আমি ছেলেকে বুকে নিয়ে ঘুমামু।ও আমারে ছাড়া ঘুমায় না, ভাত খায় না।’ বাবা তুমি কোথায়? ফিরে এসো বাবা-মায়ের কোলে , ফিরে এসো। হে আল্লাহ তুমি আমার সন্তানের সন্ধান মিলিয়ে দাও।

এভাবেই আকুতি জানিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন নিখোঁজ চার বছর বয়সী শিশু আব্দুর রহমানের মা আছিয়া বেগম।

এদিকে সন্তানকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে আজ শুক্রবার (২২ নভেম্বর) দুলাহাট থানায় সাধারণ নিখোঁজ ডায়েরি (জিডি) করেছেন আমির হোসেন মাঝি।

জানা যায়,চরফ্যাসন উপজেলার দুলারহাট থানাধীন নুরাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চকবাজার মোল্লা বাড়ির মো. আমির হোসেন মাঝির ছোট ছেলে মো. আব্দুর রহমান।

গতকাল বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকালে থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। এরপর বিভিন্ন জায়গায় খুঁজে তাকে আজও পায়নি তার পরিবার। বাবা-মা চোখের জলে বুক ভাসিয়ে ছেলে আব্দুর রহমানকে খুঁজে বেড়াচ্ছেন।

শেয়ার করুন