»সারা দেশ»জামালপুরে নকশা প্রদর্শন না করে ঢালাওভাবে ব্রিজ নির্মাণ কাজের ব্যাপক অনিয়মের অভিযোগ
জামালপুরে নকশা প্রদর্শন না করে ঢালাওভাবে ব্রিজ নির্মাণ কাজের ব্যাপক অনিয়মের অভিযোগ
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
ইয়াছির আরাফাত, জামালপুর জেলা প্রতিনিধিঃ
আওয়ামীপন্থী এক ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যাপকভাবে অনিয়ম দূর্নীতি বৃদ্ধি পাওয়ায় অতিষ্ঠ সচেতন মহল ও সাধারণ মানুষ। সেই সাথে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার ছলচাতুরীর ভূমিকা দেখে দিশেহারা হয়ে পরেছে প্রকৃত দেশপ্রেমী’রা।
জানা যায়, জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ডিগ্রীচর, বালিমারী গ্রামের পক্ষ হতে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর, ‘দুর্নীতি ও অনিয়ম বন্ধ প্রসঙ্গে’ লিখিত অভিযোগ দায়ের করেন এলাকাবাসী।
অভিযোগের প্রসঙ্গ মতো উল্লেখযোগ্য যে সম্প্রতি উপজেলা প্রকল্প বাস্তবোয়ধীন কর্তৃক বালিমারী সরকার মেম্বারের বাড়ী সংলগ্ন, ব্রিজ নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছে ‘মেসার্স নাফিসা মাহফুজ কনস্ট্রাকশন’।
এলাকার সচেতন নাগরিক ও যুব সমাজ খোঁজ নিয়ে জানতে পারে নকশা বা ড্রয়িং অনুযায়ী কাজ না করে অনেক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজেদের ইচ্ছামতো নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। বিষয়টি ইসলামপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অবহিত করার পর, এবং ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্রিজের নকশা বা ড্রয়িং প্রদর্শন করাতে বলে এলাকাবাসী । ড্রয়িং প্রদর্শন না করে বিভিন্ন তাল বাহানা করতে থাকে। তাই ড্রয়িং বা নকশা প্রদর্শন করতে না পারায় সুষ্ঠু তদন্তের আগে কাজ বন্ধ রাখার অনুরোধ করেছেন এলাকাবাসী । প্রায় ১৫ দিন যাবত কাজ বন্ধ ছিল এরমধ্যে তারা নকশা প্রদর্শন না করে বিভিন্ন লোক মারফত হুমকি প্রদর্শন করতে থাকে ঠিকাদারি প্রতিষ্ঠান । সেই সাথে এলাকার কিছু নামধারী নেতা পরিচয়ে কাজ করার অনুমতি দেয় এবং বলে নকশা ছাড়া যেভাবে ইচ্ছা ঠিকাদার নিজের ইচ্ছামত কাজ করবে আর এ কাজে কে বাধা দেয় আমরা দেখবো বলে ঘোষনা দেয় স্থানীয় কিছু নেতাকর্মী। পাশাপাশি গত ২১ ফেব্রুয়ারি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ভূয়া নকশা প্রদর্শন করে সাধারণ মানুষ কে বোকা বানানোর সময় হাতেনাতে ধরা পরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে। এমতাবস্থায় উক্ত এলাকার সচেতন নাগরিক ও যুবসমাজের পক্ষ থেকে তর্কে না জড়িয়ে বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসার কে অবহিত করে।
এলাকাবাসীর পক্ষ হতে আবেদন জানিয়েছেন অতি অবিলম্বে উপরোক্ত বিষয়গুলো বিবেচনা করে সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত কাজ বন্ধ এবং নকশা বা ড্রইং অনুযায়ী কাজ সম্পন্ন নির্দেশে জোরালো দাবী জানিয়েছেন।