সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ছাত্র সায়েম দুদিন ধরে নিখোঁজ

সুদীপ দাশ, স্টাফ রিপোর্টার:

দুইদিন ধরে নিঁখোজ রয়েছে  জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলাম সায়েম (১৬)। সে জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের ব্যবসায়ী সাব্বির আহমদ হিরণের পুত্র।

নিঁখোজ সায়েমের পারিবারিক সূত্রে জানা যায়, সায়েমের পরিবার সিলেট সদরের বটেশ্বর খাদিমপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন।

গত বুধবার (২০শে নভেম্বর) রাত আনুমানিক ৮ ঘটিকার সময় খাদিমপাড়াস্থ চুয়াবহর ১১৭ নং বাসা হতে নামাজের কথা বলে বের হয়ে যায়।

পরবর্তীতে সে আর বাসায় ফিরে আসে নি। ওই সময় তার বাড়ী ফিরতে বিলম্ব দেখে পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাড়ীতে খোঁজ নিয়ে তার কোন সন্ধান পাননি ।

পরের দিন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি সহ স্থানীয় বাসিন্দারা তার সন্ধান চেয়ে পোস্ট করতে থাকেন। কিন্তু দিনব্যাপী তার কোন সন্ধান না পেয়ে বৃহস্পতি বার (২১শে নভেম্বর) তার পিতা সাব্বির আহমেদ হিরণ শাহপরান (রহঃ) থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

নিঁখোজ সায়েমের চাচা দিলাল আহমদ জানান, বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় তার পরনে ছিলো লাল খয়েরী রংয়ের টি-শার্ট। ৫ ফুট ৮ ইঞ্চি লম্বা গড়নের সায়েম সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। কোন সুহৃদ ব্যাক্তি তার সন্ধান পেলে ০১৭১৫-৬৪৪৩৪৩( হিরণ) এই নাম্বারে বা অফিসার ইনচার্জ শাহ্পরান (রহঃ) থানায় যোগাযোগ করতে সবিনয় অনুরোধ জানানো হয়েছে ।

রিপোর্ট : জালালাবাদ বার্তা / এস,ডি।

শেয়ার করুন