»প্রচ্ছদ»কুবি’র জালালাবাদ এসোসিয়েশনের নেতৃত্বে জামিল-ইফতি
কুবি’র জালালাবাদ এসোসিয়েশনের নেতৃত্বে জামিল-ইফতি
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন এর ৮৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ১৪ তম আবর্তনের শিক্ষার্থী মুহসিন জামিল এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিএসই বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী মো: মেহরাজ হোসেন ইফতি।
শনিবার (২৩ নভেম্বর) এসোসিয়েশনটির উপদেষ্টা ও নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হাসিনা বেগম এবং সাবেক সভাপতি মো: সামিন বখশ সাদী ও সাধারণ সম্পাদক তাওহিদা নাসরিন সোনালী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এছাড়াও কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আজিজুল হক শাকিল, শাহানুর রহমান ইশতিয়াক আহমেদ ইয়ানসহ আরও ৮ জন যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, মাহফুজ আহমেদ, গোলাম সারোয়ার রিমনসহ আরও ১২ জন, সাংগঠনিক সম্পাদক ফরহাদ কাউছার, বুরহান উদ্দিন বাছিম, জয় রয়সহ আরও ১৩ জন, প্রচার সম্পাদক সুস্মিতা দাস, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ হোসেন তাজিম, অর্থ সম্পাদক লাবীবা রশিদ রাফা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নিলয় সরকার। এছাড়াও কমিটিতে রয়েছে আরও অনেকে।
কমিটিতে আজীবন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো: সামিন বখশ সাদী এবং তাওহিদা নাসির সোনালী।
নবনিযুক্ত সভাপতি মুহসিন জামিল বলেন, ‘শুরু লগ্ন থেকেই এই সংগঠন সিলেট থেকে আগত শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার জন্য কাজ করছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমে ও যথাসাধ্য ভূমিকা রাখার চেষ্টা করছে। এর মাধ্যমে সিলেটিদের নিজস্ব সংস্কৃতির চর্চা ও নিজেদের মধ্যে আন্তঃসম্পর্ক ও বৃদ্ধির জন্য ও সংগঠনটি অন্যতম ভূমিকা রাখছে। এছাড়াও সিলেট বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষা বিষয়ক সচেতনতা তৈরি করাও এর অন্যতম লক্ষ্য।’