নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকসহ ২ যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে শ্রীমঙ্গল থানার একটি টিম অভিযান চালিয়ে শহরতণীর দক্ষিণ মুসলিমবাগ এলাকা থেকে তপন দাশ এর ছেলে সুমন দাশ (৩২) ও সমিরন দাশ এর ছেলে রাজু দাশ (৩১) কে আটক করেন। আটককৃত দুজনের বাড়ি দক্ষিণ ভাড়াউড়া গ্রামে। আটকের পর পুলিশ তল্লাশী করে তাদের কাছ থেকে ২৮পিস ইয়াবা উদ্ধার করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
শ্রীমঙ্গলে মাদকসহ ২ যুবক আটক
শেয়ার করুন