নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজার জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি: নং-চট্ট-২৩৫৯) অফিস ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এতে ৭৭ হাজার ২শ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সাধারন সম্পাদক শেখ মোঃ আনোয়ার হোসেন থানায় অভিযোগ করেছেন। অভিযোগে জানা যায়- মোঃ আনোয়ার হোসেন ২৮/১১/২০২৪ইং রাত ৯টার দিকে জগন্নাথপুর ফিলিং ষ্টেশন সংলগ্ন ইউনিয়নের অফিস বন্ধ করে বাসায় চলে যান। ০৩/১২/২০২৪ইং সকাল ১০টার দিকে খবর পান, অফিসে চুরি হয়েছে। খবর পেয়ে অন্যান্য নেতৃবৃন্দসহ অফিসে এসে দেখেন দরজার তালা ভাঙ্গা। ভিতরে প্রবেশ করে দেখেন অফিসে রক্ষিত ৭টি ভলিয়ম বই, ইউনিয়নের আয়-ব্যয় হিসাবের ১৭টি খাতা, বিভিন্ন ইউনিট কমিটির নির্বাচনের আয়-ব্যয় হিসাবের ফাইল, ভাউচার, জেলা নির্বাচনের ভোটার তালিকাসহ ১টি কম্পিউটার, ২টি চার্জার ফ্যান, ২টি হ্যান্ড মাইক, ১টি দেয়াল ঘড়ি ও নগদ ৩৮ হাজার ২০০ টাকা খোয়া গেছে- যার মূল্য ৭৭ হাজার ২০০ টাকা। পরে তিনি নেতৃবৃন্দসহ থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবিষয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেন জানান, গত ১ ডিসেম্বর রবিবারে মৌলভীবাজার জেলা পরিবহন শ্রমিক ইউয়িন রেজি: নং-চট্ট-২৩৫৯ এর নির্বাচন কমিশন গঠন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন প্রশ্নবিদ্ধ ও বানচাল করতেই এই লুটপাট করা হয়। আপনারা জানেন আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার নির্বাচনের নির্বাচন কমিশন গঠন ও সাধারণ সভা করে আমরা নির্বাচন করতে পারিনি। আমাদের জেলা সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিমসহ জেলার নেতৃবৃন্দের মিথ্যা মামলা, হুমকিধামকি ও অপবাদ দিয়ে দিয়ে আওয়ামিলীগের নেতৃবৃন্দের মাধ্যমে আমরা হয়রানির শিকার হয়েছি। আজ আমরা আবারও উৎসবমুখর পরিবেশ তৈরি করে জেলার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি ঠিক এই সময়ই জেলার অফিস লুটপাট করা হয়। এই ন্যাক্কারজনক ঘটনার তিব্র নিন্দা জানাচ্ছি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আশাকরি দ্রুত সময়ের মধ্যে প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে দেখবে।