দেশের বিরুদ্ধে একটা বিরাট ষড়যন্ত্র চলছে : সাবেকএমপি, এম নাসের রহমান


নিজস্ব প্রতিনিধি:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন. দেশের বিরুদ্ধে একটা বিরাট ষড়যন্ত্র চলছে। আর এ ষড়যন্ত্রের হেড কোয়ার্টার হচ্ছে দিল্লী । জুলাই বিপ্লবের মাধ্যমে গঠিত এ অন্তর্র্বতী সরকার যাতে বিফল হয় সেজন্য একটি পরাজিত গোষ্টি দেশ বিরোধী নানান যড়যন্ত্র চালিয়ে যাচ্ছে । সেজন্য দেশবাসীকে তিনি তাদের পাতা ফাঁদে পা না দিয়ে সতর্ক থাকার আহবান জানান। নাসের রহমান বলেন, ভারতের ৪৯ টি মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে ভুয়া সংবাদ প্রচারে লিপ্ত রয়েছে। কারণ বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনায় ইসকনের বহিষ্কৃত এক নেতাকে গ্রেপ্তার করায় তাদের মাথা খারাপ হয়ে গেছে। ওই সকল ভারতের মিডিয়া ভুয়া সংবাদ প্রচার করে দেশকে অস্থিতিশীল করে তুলতে চাচ্ছে। তিনি দেশবাসীর প্রতি প্রশ্ন রেখে বলেন, দেশে কি কোন হিন্দু ভাইদের নির্যাতন কিংবা মন্দির ভাঙচুরের ঘটনা ঘটেছে? । দেশে এরকম কোন ঘটনাই ঘটেনি। অথচ ভারতীয় মিডিয়াগুলো হিন্দু সম্প্রদায়ের মানুষজন নির্যাতনের শিকার হচ্ছেন বলে দেশকে অস্থিতিশীল করতে মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিনষ্ট করতে চাচ্ছে। তাদের এই পাতানো ফাঁদে আমরা যেন পা না দেই। সেজন্য দেশবাসী সকলে সজাগ থাকতে হবে। তিনি বলেন, বিগত সাড়ে পনের বছর এখানকার পতিত স্বৈরাচারীনির দোসর শহীদ ও তার পরিবারের সদস্যরা লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। এ আব্দুস শহীদ আজান দিয়ে ঘুষের টাকা নিতো। সেদিন মৌলভীবাজারে কোর্টে সে হাজিরা দিতে আসলে জনগণ তাকে চোর চোর বলে চিৎকার করে ডাকে। এদের লজ্জা হওয়া উচিত। এরা রাজনীতিকে কুলষিত করেছে। শনিবার বিকেলে কমলগঞ্জের চাঁদনি কমিউনিটি সেন্টারের সম্মূখে কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএপির আয়োজনে দীর্ঘ সতের বছর পর অনুষ্ঠিত কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য কমলগঞ্জ উপজেলা বিএনপির কর্মী সমাবেশের সমন্বয়ক স্বাগত কিশোর দাশ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, কমলগঞ্জ উপজেলা বিএনপির কর্মী সমাবেশের প্রধান সমন্বয়ক মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী,মোয়াজ্জেম হোসেন মাতুক, মোশাররফ হোসেন বাদশা, এম এ মুকিত, এডভোকেট আবেদ রাজা,মো.মহসিন মিয়া মধু, আশিক মোসাররফ, মো.হেলু মিয়া,বকসী মিসবাউর রহমান, মতিন বকস, ফখরুল ইসলাম, মুহিতুর রহমান হেলাল,আব্দুর রহিম রিপন, আনিসুজ্জামান বায়েস,আবুল কালাম বেলাল, দুরুদ আহমেদ,মনোয়ার আহমেদ রহমান, স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন গোলাম কিবরিয়া শফি, ইকবাল পারভেজ শাহীন,আবুল হোসেন, অলি আহমদ খান প্রমূখ।

শেয়ার করুন