নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রক্তদান সমাজকল্যাণ সংস্থার ৭ম প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) শ্রীমঙ্গল শহরতলীর হবিগঞ্জ রোডস্থ শ্রীমঙ্গল হোটেল ইন এন্ড রেস্টুরেন্টে প্রায় দুই শতাধিক মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মধ্য দিয়ে প্রতিষ্টানটির প্রতিষ্টা বার্ষিকী পালন করা হয়। এসময় অলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) মো. সালাউদ্দিন বিশ^াস।
সংগঠনের সভাপতি আজহারুল ইসলাম অনিক এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,শ্রীমঙ্গল হোটেল ইন এর এম ডি মো. ইয়াকুব আলী, শ্রীমঙ্গল পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র -২ মীর এম এ সালাম, শ্রীমঙ্গল হেলথ লাইন ডায়াগনসাটিক সেন্টার এর ফাউন্ডার এন্ড ডাইরেক্টর ডা. নাজেম আল কোরেশী রাফাত , শ্রীমঙ্গল থানার ওসি অপারেশন সুদীপ্ত ভট্টাচার্য, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শিক্ষক একরামুল কবির। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা। প্রতিষ্টা বার্ষিকীতে ফ্রী চক্ষু চিকিৎসা, চোখের ছানি অপারেশন ক্যাম্প, ফ্রী মেডিক্যাল ক্যাম্প, ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী, ফ্রী ডায়াবেটিস চেকআপ ও ফ্রি ব্লাড প্রেশার চেকআপ করা হয় । পরে প্রধান অতিথি বিশেষ অতিথিসহ সংস্থার বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখায় সংগঠনের সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।