নিজস্ব প্রতিবেদক:
চক্ষু শিবিরে নির্বাচিত ৮৫ জন চক্ষু রোগীদের মাতারকাপন চক্ষু হাসপাতালে সফল অপারেশন শেষে শ্রীমঙ্গলে ফুল দিয়ে বরণ করা হয়। শ্রীমঙ্গল অ্যাসোসিয়েশন অন আমেরিকা ইনক এর আর্থিক সহযোগিতায় ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ‘শ্রীমঙ্গল প্রবীণ হিতৈষী সংঘের চক্ষু শিবিরে’র অপারেশনকৃত রোগীদের শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম বরণ করা হয়।
চক্ষু শিবিরে ৬ শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসকগণ পরীক্ষা করে ব্যবস্থাপত্র ও ১৫০ জনকে বিনামূল্যে ঔষদ প্রদান করে ৮৭ জন’কে অপারেশনের জন্য বাছাই করে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল নেয়া হয়। সফল অপারেশন শেষে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল থেকে পুরুষ ও মহিলাদের দুই ধাপে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে পৌঁছে দেয়া হয়। এবং সেখানে প্রবীণ হিতৈষী সংঘের সদস্যরা তাদেরকে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেন। পাশাপাশি তাদের চিকিৎসাকালীন সময়ে সেবাশুশ্রূষার বিষয়ে খোঁজখবর নেন এবং চিকিৎসা পরবর্তী সময়ে যে কোন ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন
উল্লেখ্য, গত রবিবার (০৮ ডিসেম্বর) অনুষ্ঠিত চক্ষু শিবির পরিচালনায় ছিলেন, প্রবীণ হিতৈষী সংঘের অধ্যাপক কৃষ্ণ লাল কালোয়ার, সৈয়দ সাইফুল ইসলাম ফুয়াদ, রফি আহমদ চৌধুরী, আব্দুর রউফ তালুকদার, এস এন এম ওয়াহিদুজ্জামান, মোঃ কাওছার ইকবাল, সুদর্শন শীল, বিজন চন্দ্র দেবনাথ, সাইফুল ইসলাম, মাওলানা আখলিসুর রহমান, অজিত বৈদ্য, রনজিত রায় রন, রহিমা বেগম, সৈয়দ সায়েদ আহমেদ, হাবুল দত্ত, আনোয়ারুল হক বাবুল, নাজমুন নাহার লাভলী, পংকজ সরকার, জহিরুল ইসলাম সোহেল, আল আমিন, জুয়েল কিবরিয়া প্রমূখ।
বিএনএসবি চক্ষু হাসপাতালের ডা. ইফফাত জাহান তানিয়া, ডা. মিথিলা, ডা. আব্দুল মান্নান, ডা.অঞ্জন দেবনাথ, ডা. আব্দুল বাতেন তালুকদার দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন।
প্রবীন হিতৈষী সংঘের সদস্য সচিব মোঃ কাওছার ইকবাল বলেন, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল ও শ্রীমঙ্গল অ্যাসোসিয়েশন অন আমেরিকা ইনক এর আর্থিক সহযোগিতা এবং শ্রীমঙ্গলবাসীর আন্তরিক সহযোগিতায় এবার আমরা সফল একটি মহতী কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি। সবার প্রতি কৃতজ্ঞতা। আমাদের সকলের ধারাবাহিক উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় একটি ‘মানবিক শ্রীমঙ্গল’ প্রতষ্ঠিত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সবার সর্বাত্বক সহযোগিতার জন্যে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এবার ৪র্থ বারের মত চক্ষু শিবিরের আয়োজন করতে করেছি। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উৎসাহ ও সর্বাত্বক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়াও শান্তি শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনায় নিয়োজিত ছিল, শ্রীমঙ্গল সরকারি কলেজের বিএনসিসি, রোভার স্কাউটস, রেড ক্রিসেন্ট ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অর্ধ শতাধিক সদস্যদের আন্তরিকাপূর্ণ কর্মতৎপরতায় কারণেই এমন একটি মহৎ উদ্যোগ সফলভাবে বাস্তনায়ন করা সম্ভব হয়েছে। সকলের প্রতি আমাদের বিনম্র কৃতজ্ঞতা।