বাজারে লেখক সারোয়ার তুষারের ‘ফিলিস্তিন একুশ শতকের উপনিবেশের ইতিহাস’

ডেস্ক রিপোর্ট:

এবার প্রকাশিত হলো লেখক চিন্তক ও গবেষক জাতীয় নাগরিক কমিটির অন্যতম কর্ণধর যুগ্ম আহবায়ক সারোয়ার তুষারের নতুন বই ‘ফিলিস্তিন একুশ শতকের উপনিবেশের ইতিহাস।’

বর্তমান বিশ্বে যে দেশে সবচেয়ে হৃদয় বিদায়ক ঘটনার অবতারণা ঘটছে। সেই দেশের মানুষ গুলোর আর্তনাদ ও নায্য অধিকার লেখক চিন্তক ও গবেষক সারোয়ার তুষারের হৃদয়কেও ক্ষত-বিক্ষত করছে। পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্মেই বলে মানুষকে ভালোবাসো। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। এই বইটিও আধুনিক দুনিয়ার সবচাইতে নির্মম উপনিবেশের নাম ফিলিস্তিনের মানুষের প্রতি লেখকের ভালোবাসার বহি:প্রকাশ। তিনি তার এই প্রকাশনায় চমৎকারভাবে ফিলিস্তিনের একের পর এক লোমহর্ষক ঘটনা তুলে এনেছেন। যা আগামীর ইতিহাসেরও একটি অংশ হবে বলে পাঠকরা মনে করেন।

এখানে তিনি বিভিন্ন সূত্র উল্লেখ করে কয়েকহাজার বছর আগে ইহুদি জনগোষ্ঠীকে উৎখাতকের সূচনা,ফরাসী সম্রাট নেপোলিয়নের ফিলিস্তিনে ইহুদী রাষ্ট্র প্রতিষ্ঠার তৎপরতার ইতিহাস, ফিলিস্তিনে দখলদারিত্বের এবং তার বিরুদ্ধে এই জনগোষ্ঠীর সংগ্রামের ইতিহাস, কয়েক হাজার বছরের ঐতিহ্যবাহী ফিলিস্তিন জনগোষ্ঠীকে নিজ বাসভূমি থেকে উচ্ছেদ করার মহাবিপর্যকর ‘নাকবা’ থেকে শুরু করে গাজা ভূখণ্ডে হামাসের প্রতিরোধ যুদ্ধসহ অসংখ্য বিষয় এই গ্রন্থে আলোচিত হয়েছে।

এছাড়াও জায়নবাদের ভাবাদর্শিক শক্তির উৎস কী? মার্কিন যুক্তরাষ্ট্রকে কেন ‘ইজরায়েলের উকিল’ বলে ডাকা হয়? নদী থেকে সমুদ্র পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন স্লোগান কি ইহুদি নিধনের ডাক নাকি সাম্য ও মানবিক মর্যাদার সাথে সহাবস্থানের প্রস্তাব? ‘ফিলিস্তিন প্রশ্ন’ পাশ্চাত্য দর্শনের বহুল প্রশংসিত স্বাধীনতা ও উদারতার সীমা উন্মোচন করেছে। অজস্র প্রতিকূলতার নিচে চাপা পরে থেকেও ফিলিস্তিনিদের অদম্য প্রাণশক্তির উৎস কী সেই প্রশ্নের উত্তরের অনেকটাই মিলবে এই গ্রন্থটিতে।

লেখক সারোয়ার তুষার একজন সংগঠক ও রাজনৈতিক বিশ্লেষক। জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। বুদ্ধিবৃত্তিক নানা তৎপরতার সাথে তিনি যুক্ত। তার সাথে আলাপ করে জানাযায়, তার আগ্রহের বিষয় রাষ্ট্র, ক্ষমতা, সহিংসতা, সংবিধান, সেক্যুলারিজম, ধর্ম ও ধর্মতত্ত্ব, ইতিহাস, দর্শন, বিউপনিবেশায়ন, তত্ত্ব, প্ল্যানেটারি সায়েন্স, সমাজ-সম্পর্ক, ভূরাজনীতি।

তার প্রকাশিত প্রকাশিতব্য বই: গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ: অন্তর্বতী দশা; চিন্তার তর্জমা; বুদ্ধিবৃত্তির বর্তমান বিন্যাস, বই: চিন্তার অর্কেস্ট্রা:  ইত্যাদি।

শেয়ার করুন