নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নতুর বছরের চা পাতা চয়ন শরু করেছে শ্রীগোবিন্দপুর চা বাগান।
সোমবার (১০ মার্চ) সোমবার সকালে শ্রীগোবিন্দপুর চা বাগানের ৩নং সেকশনে মিলাদ ও পুজার্চনার মধ্য দিয়ে নতুন বছরের চা চয়ন উদ্বোধন করেন বাগান মালিক, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু ।
এসময় মো. মহসিন মিয়া মধু বলেন, নতুন বছরের চা পাতা চয়ন শুরু হয়েছে। আমার বাগানের শ্রমিকদের ভালো-মন্দ সবটাই আমি নিজে নজরদারি করি। শ্রমিকদের পাশে থেকে তাদের যেকোন সমস্যা দ্রæত সমাধান করি বলে শ্রমিকরাও নিজের মতো করে বাগান এবং আমাকে ভালোবাসে। তিনি আরও বলেন, বাগানে চা উৎপাদনের মূলশক্তি শ্রমিক আর ভালো ব্যবস্থাপনা। আমি শতব্যস্ততার মধ্যেও সেদিকেই খেয়াল রাখি।
শ্রীমঙ্গলে শ্রীগোবিন্দপুর চা বাগানে নতুর বছরে চা চয়ন শুরু
শেয়ার করুন