বহুল আলোচিত চৈতি হত্যার রহস্য উদঘাটনে পিবিআই কে তদন্তের নির্দেশ

বহুল আলোচিত চৈতি হত্যার রহস্য উদঘাটনে পিবিআই কে তদন্তের নির্দেশ

মোঃফাহিম মোল্লা, চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি :ভোলার চরফ্যাশনের শাশ্বতী রায় চৈতি’র পরিবারের আবেদনের প্রেক্ষিতে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) বরিশাল এর উপর পুনরায় লাশের পোস্টমর্টেমসহ পক্ষপাতমুক্ত সঠিক ও সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন মহামান্য আদালত। বুধবার ১লা জুন আদালত এ নির্দেশ প্রদান করেন। গত ২১ মে দুপুর ১২ টায় চরফ্যাশন প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের উপস্থিতিতে শাশ্বতী রায় চৈতী’র অনাকাঙ্ক্ষিত মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন, থানা-পুলিশের পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদ এবং পিবিআই কর্তৃক সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন চৈতীর পরিবার৷

উল্লেখ্য চরফ্যাশন পৌরসভা ৪নং ওয়ার্ড কলেজ পাড়ার সুভাষ চন্দ্র রায় এর মেয়ে শাশ্বতী রায় চৈতীর সাথে গত ১ ফেব্রুয়ারী ২০২১ খ্রি: তারিখে পার্শ্ববর্তী সমির মজুমদার এর বড় ছেলে মানস মজুমদার শাওন এর পারিবারিক ভাবে বিবাহ হয়৷ অনেক ঘটনার পর ৫ মার্চ ২০২২ খ্রিঃ তারিখ দিবাগত রাতে গৃহবধূ চৈতীর লাশ শশুর বাড়ির নিজ কক্ষে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পুলিশ উদ্ধার করে৷

শেয়ার করুন