আপনার আমার সহযোগীতায় বাচঁবে দরিদ্র পরিবারের ছেলে ফয়সল
শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মানুষ তো মানুষের জন্যই। একে অন্যের সুখ-দুঃখে এগিয়ে যাবে এটাই মানুষের পরিচয়। সকলের সাহায্য সহযোগীতায় বাচেঁ হাজারও মানুষ। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দরিদ্র পরিবারের দিনমজুর তছকির মিয়ার ছেলে মো. ফয়সল মিয়া (১৮)। পেশায় সে একজন দিন মজুর। তার বাবাও একজন দিন মজুর। দরিদ্র পরিবারের সন্তান বলে সে লেখাপড়ার দৌড়গোড়ায় পৌছাতে পারেনি। পেটের দায়ে অভাবের জন্য প্রতিদিন ছুটে যায় কর্মের খোজেঁ।
শেয়ার করুন