স্টাফ রিপোর্টার,- মৌলভীবাজার থেকে: অবিলম্বে আজব ও কান্ডজ্ঞানহীন মিথ্যা মামলা প্রত্যারের দাবি নিয়ে মানবজমিনের পাশে দাঁড়ালেন মৌলভীবাজারের সাংবাদিকসহ নানা শ্রেণি ও পেশার মানুষ। সবার কন্ঠে ঐক্যবদ্ধ আওয়াজ ও প্রতিশ্রæতি। সাদাকে সাদা আর কালোকে কালো বলা মানবজমিনের পাশে ছিলাম,আছি ও থাকব। কারো কালো থাবায় মানবজমিনের দৃপ্ত পথ চলা রুদ্ধ হতে দেবনা। কারো ব্যক্তি স্বার্থে দেশ ও জাতির কল্যাণের এই প্রতিষ্ঠানের ঘায়ে কোন আচঁড় লাগতে দেবনা। গতকাল (বুধবার) দূপুরে প্রচন্ড রোদের খরতাপের মধ্যেও মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন ও পথ সভায় অংশগ্রহণকারী জেলার নানা শ্রেণী পেশার তাদের বক্তব্যে দৃঢ় কন্ঠে এমনটিই জানান। তারা আলটিমেটাম দিয়ে বলেন দেশ বরণ্য সুনামধন্য সাংবাদিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও পত্রিকাটির ক্রামই রিপোর্টার আল আমিনসহ ৩২ জনের উপর দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলা অবিলম্বে ওই মামলা প্রত্যাহার। তা না হলে আগামীতে কটোর কর্মসূচী নামবে মৌলভীবাজারের নাগরিক সমাজ। মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট ছড়াকার আবদুল হামিদ মাহবুব এর সভাপতিত্বে ও বুরহান উদ্দিন (র:) সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিবের সঞ্চালনায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন, বিশিষ্ট সমাজ সেবক, মৌলভীবাজার চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি ডা: এম এ আহাদ, সনাফের সভাপতি সমাজসেবক মোয়াজ্জেম হোসেন মাতুক,বিশিষ্ট সমাজ সেবক ও সৈয়দ কুদরত উল্লাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ সাহাব উদ্দিন,সিনিয়র সাংবাদিক বকশি ইকবাল আহমদ,এস,এম উমেদ আলী,সৈয়দ রুহুল আমিন,সৈয়দ মহসীন পারভেজ,বকসী মিছবাহ উর রহমান,সৈয়দ হুমায়েদ আলী শাহীন,নজরুল ইসলাম মুহিব, আজাদুর রহমান আযাদ,ইমাদ উদ দীন,এম এ হামিদ,সাজিদুর রহমান সাজু,সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী,সমাজ সেবক মো: হেলু মিয়া, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক রাশেদা বেগম,সমাজ সেবক জুনেদ আহমদ,জাতীয় ছাত্র মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোহাম্মাদ আবদাল হোসাইন,জেলা ব্যাপী মেধা যাচাই পরিক্ষার পরিক্ষা নিয়ন্ত্রক আব্দুল মুত্তাকীন শিপলু,ইয়ুথ সোশ্যাল অরগ্যানাইজেশন সভাপতি ওয়াসিম আহমেদ নিশান,দুর্জয় ক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মাদ মেরাজ,ঊষার আলো সমাজকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইদুল ইসলাম মান্না,হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দুলাল হোসাইন জুমান,ভাই ব্রার্দাস সামাজিক সংগঠনের সভাপতি মুন্না আহমদ,সচেতন নাগরিক ফোরামের মাওলানা মহামুদুর রহমান,বেলাল আহমদ,সাহাদ আহমদ,মাওলানা আরিফ আহমদ,হিলফুলফুযুল ইসলামী যুব সংঘের সাধারণ সম্পাদক সিরাজুল হাসান,আলোর শক্তি সমাজকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হৃদয় খাঁন হুমায়ুন,বন্ধুনীড় সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম, হাবিবুর রহমান হাবিব, মৌলভীবাজার ছাত্র কমিউনিটির সভাপতি সাব্বির চৌধুরী,সাধারণ সম্পাদক রনি আহমেদ,সমাজকর্মী ওমর ফারুক জুয়েল,সুহেল আহমদ,শাহ ওমর আলী, শেখ মোহাম্মদ মারুফ,আহমেদ শান্ত,সবুজ আহমদ, সৈয়দ তাহসান রাহিন,আবুল বাশার নাছিম প্রমুখ। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক আব্দুল মোতালেব রঞ্জু, সাংবাদিক আকমল হোসেন নিপু,টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শাহ অলিদুর রহমান,মোঃ মাহবুবুর রহমান রাহেল,হোসাইন আহমদ, সাইফুল ইসলাম, জসিম উদ্দিন,মামুনুর রশিদ মহসীন,স.ই.সরকার জবলু,মাহমুদুর রহমান,বেলাল তালুকদার, তানভীর আরিফ আনঞ্জুম, এম,এ,সামাদ, কাইয়ুম সুলতান, জুলফিকার আলী ভূট্টো,মনজু বিজয় চৌধুরী, মো আবুল কালাম,ছাত্রনেতা জসিম উদ্দিন,সমাজকর্মী মখলিছুর রহমান প্রমুখ। এছাড়াও জেলার সুশীল সমাজ, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর উপর ‘আজব ও কান্ডজ্ঞানহীন মামলা’ দায়ের করায় নিন্দা জানান। পাশাপাশি মামলা প্রত্যাহারের দাবি জানান। বলেন- মতিউর রহমান চৌধুরী সাংবাদিকদের দিকপাল। তার পক্ষে আজ দেশের সাংবাদিক সমাজ ও সচেতন মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। সুতরাং এ থেকে প্রমাণিত হয় মতিউর রহমান চৌধুরী মানুষের জন্য সাংবাদিকতা করছেন। এ সময় তারা কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানসহ দেশের নির্যাতিত সাংবাদিকদের নির্যাতন ও মামলা হামলা বন্ধ করে স্বাধীন সংবাদিকতার পরিবেশ ও সুযোগ সৃষ্টি করে দেওয়ার জোর দাবি জানান। উল্লেখিত সংগঠনের বাহিরেও আরো কয়েকটি সামাজিক সংগঠন ও সুশীল সমাজের নেতারা একাত্মতা জানিয়ে উপস্থিত হন। সমাবেশে বক্তারা বলেন মুজিববর্ষে সাংবাদিকদের উপর মামলা,হামলা চালিয়ে একটি শ্রেণি সরকারের উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্থ করতে চায়। এজন্য তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
অবিলম্বে মামলা প্রত্যাহারের আলটিমেটাম মানবজমিন-এর পাশে মৌলভীবাজারের সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার মানুষ
শেয়ার করুন