- মৌলভীবাজার প্রতিনিধি:
- মৌলভীবাজারে ভাষাসৈনিক বদরুজ্জামান প্রয়াণে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। পহেলা মার্চ সকাল ১১ ঘটিকায় ভাষাসৈনিক বদরুজ্জামান পরিষদের আয়োজনে দৈনিক বাংলার দিন কার্যালয় স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র সাংবাদিক ও দৈনিক বাংলার দিন সম্পাদক ইকবাল আহমদ এর সভাপতিত্বে ভাষাসৈনিক বদরুজ্জামান পর্ষদের সদস্য সচিব মোঃ জুলফিকার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও মুক্তিযোদ্ধা সংগঠক হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ সিরাজুল ইসলাম সিদ্দিকী, প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল, অনলাইন প্রেস ক্লাবের উপদেষ্টা শ ই সরকার জবলু, সাপ্তাহিক মুক্তকথা এর ভারপ্রাপ্ত সম্পাদক মামুনুর রশিদ মহসিন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের মৌলভীবাজার জেলা সভাপতি বেলাল তালুকদার। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীপ্ত নিউজ এর সম্পাদক দুরুদ আহমদ,
- প্রভাষক আসআদ উল্লাহ, অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী কল্যাণ সমিতির আজীবন সদস্য সাজ্জাদুর রহমান, দৈনিক বাংলার দিনের প্রধান প্রতিবেদক মাহমুদুর রহমান, দৈনিক বাংলার দিনের স্টাফ রিপোর্টার ও সমাজকর্মী চৌধুরী মোহাম্মদ মেরাজ, নাসির উদ্দিন, শামসুল ইসলাম, হামজা বিন হুসাইন ,আবু ইউসুফ প্রমুখ।
- উল্লেখ্য ভাষা সৈনিক শেখ বদরুজ্জামান গত ২৬ শে জানুয়ারি পরলোকগমন করেন।
মৌলভীবাজারে ভাষাসৈনিক বদরুজ্জামান প্রয়াণে স্বরণ সভা অনুষ্ঠিত
শেয়ার করুন