বরমচাল হযরত খন্দকার (রহঃ) দাখিল মাদ্রাসার ‘শিক্ষার্থী মন্ত্রিসভা’ নির্বাচন সম্পন্ন

কুলাউড়া প্রতিনিধি :: সারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় কুলাউড়ার বরমচাল হযরত খন্দকার (রহঃ) দাখিল মাদ্রাসায় ‘শিক্ষার্থী মন্ত্রিসভা’ নির্বাচন সম্পন্ন হলো ১৪ মার্চ বৃহস্পতিবার।

সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ছাত্র-ছাত্রীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ৮ জন প্রতিনিধির সমন্বয়ে এক বছরের জন্য ছোটদের মন্ত্রিসভা স্টুডেন্ট ক্যাবিনেট গঠিত হয়। ছাত্র-ছাত্রীরা সকাল থেকেই সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে প্রতিটি বুথকক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

বরমচাল হযরত খন্দকার (রহঃ) দাখিল মাদ্রাসার স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে ৮ টি পদের প্রতিদ্বন্দ্বিতায় মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে যে ৮ জন প্রার্থী নির্বাচিত হন তারা হলেন- হাফিজ উদ্দিন (৬ষ্ট শ্রেণী), রিপা আক্তার (৬ষ্ট শ্রেণী), সাইফুল রহমান (৭ম শ্রেণী), নাজিরা ইসলাম ত্বোহা (৭ম শ্রেণী), সামাদ খান (৮ম শ্রেণী), ইমরান আহমদ ইমন (৯ম শ্রেণী), জাকিয়া খানম (১০ম শ্রেণী), ফারহানা আক্তার (১০ম শ্রেণী) ।

নির্বাচন সম্পর্কে মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ আবুল কাশেম রিপন ও শ্রী ঝুমন কুমার স্যার বলেন, নির্বাচন খুবই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্য নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনী সকল কাজ তারা পালন করেন। আমরা শুধু দিকনির্দেশনা দিয়েছি।

বিজয়ীরা হলো মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মো. মাতাবোর রহমান নির্বাচন সম্পর্কে বলেন, এ নির্বাচনের ফলে শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্রের বিকাশ ঘটবে।

শেয়ার করুন