শ্রীমঙ্গলে বিলুপ্তপ্রায় তক্ষক উদ্ধার


রিপোর্ট,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাসার ভিতর থেকে বিলুপ্তপ্রায় একটি বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করা হয়েছে।
শনিবার শহরতলীর রুপশপুর আবাসিক এলাকার একটি বাসা থেকে তক্ষকটি উদ্ধার করেন শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা পাউন্ডেশন।
বন্যপ্রাণী সেবা পাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, সকালবেলা রুপশপুরের বিল্লাল মিয়ার পরিবারের সদস্যরা বাড়িতে একটি প্রাণী দেখে আগঙ্কিত হয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়। খবর পেয়ে দ্রত রুপশপুর এলাকায় গিয়ে বাবুল মিয়ার বাড়ি থেকে তক্ষকটি উদ্ধার করেন। এসময় বনবিভাগের সদস্যরা সাথে ছিলেন। উদ্ধার করা বিলুপ্তপ্রায় তক্ষকটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

শেয়ার করুন