উন্নয়ন সহায়ক সংস্থা (উসস) এর ত্রাণ বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি

০৫-০৫-২০২০
মৌলভীবাজার জেলার এমআরএ সনদপ্রাপ্ত এনজিও উন্নয়ন সহায়ক সংস্থা (উসস) করোনায় ক্ষতিগ্রস্থ সংস্থার সদস্য ও দুঃস্থ ৫০০ (পাঁচশত) পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর, রাজনগর ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্পটে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে প্রত্যেক পরিবারকে ৭ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি লবণ ও ১ পিস সাবান দেয়া হয়। সংস্থার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সশরীরে উপস্থিত থেকে এ ত্রাণ কার্য পরিচালনা করেন। ত্রাণ কার্যে যারা অংশ গ্রহণ করেন তাদের মধ্যে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব রামভজন কৈরী, সংস্থার অর্থ সম্পাদক মৌলানা আব্দুল হেকিম, কর্মসূচী সমন্বয়কারী জনাব শওকত হোসেন সরদার, আনোয়ার হোসেন সহ অন্যান্যরা।

শেয়ার করুন